প্রতি ঘন্টার বায়ুর চাপ, বায়ু প্রবাহের দিক ও গতি, তাপমাত্রা, আদ্রতা ও আকাশের বিভিন্ন প্রকার মেঘের পরিমাণ, দিক নির্ণয় করা হয়। প্রতি ৩ ঘন্টা অমত্মর বৃষ্টির পরিমাণ, প্রতি দিনের সর্বচ্চো ও সর্বনিমণ তাপমাত্রা সহ দিনের মোট সূর্যকিরণের পরিমাণ, সূর্যদয়, সূর্যাসত্ম সময়, নতুন চাঁদের জন্মের সময় সহ অবস্থান নির্ণয় করা হয়। তাছাড়াও যে কোন মূহুর্তের আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের ধরণ সহ সময় ঘূর্ণীঝড় সতর্কীকরণ কেন্দ্র, ঢাকায় প্রেরণ করা হয়।
প্রতি ৬ ঘন্টা অমত্মর উর্ধ্বাকাশে বায়ুর গতি ও দিক বেলুন পর্যবেক্ষণ দ্বারা নির্ণয় করা হয়।
ভূমিকম্পঃ আধুনিক স্বয়ংক্রিয় যোগাযোগের মাধ্যমে ঢাকাস্থ জাতীয ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে উপাত্ত সমূহ চলে যায়।
উপরে উলেস্নখিত তথ্য সমূহ জাতীয় পূর্বাভাস কেন্দ্র, ঢাকায় প্রেরণ করা হয়। তাছাড়াও যে কোন ব্যক্তি / প্রতিষ্ঠানকে চাহিবা মাত্র অত্র কার্যালয় থেকে তথ্য দেওয়া হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস