Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রতিরক্ষা মন্ত্রণালয়

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

নির্ভরশীল আবহাওয়া অফিস

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র

 শাহী ঈদগাহ, সিলেট।

 

নাগরিক সনদ

 

 সংক্ষিপ্ত পরিচিতি

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একটি বৈজ্ঞানিক ও কারিগরী প্রতিষ্ঠান। সর্বপ্রম ১৮৬৭ সালে যশোর ও নারায়নগঞ্জে আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনের মাধ্যমে ‘পর্যবেক্ষণ সার্ভিস’ এর কার্যক্রম শুরু  হয় যা পরবর্তিতে ‘আবহাওয়া সার্ভিস’ নামে পরিচিতি পায়। স্বাধীনতার পরে ‘আবহাওয়া দপ্তর’ এবং ১৯৮২ সালে ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর’ নামকরণ করা হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের জাতীয় আবহাওয়া সংস্থা হিসেবে সার্বক্ষণিক বাংলাদেশের আবহাওয়া পর্যবেক্ষণ, উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করে থাকে। এছাড়া এই অধিদপ্তর বিশব আবহাওয়া সংস্থার সদস্য হিসেবে নির্দিষ্ট সময়ে আঞ্চলিক ও বিশ্বব্যাপী আবহাওয়া ও জলবায়ু বিষয়ক তথ্য-উপাত্ত আদান প্রদান করে; কৃষি ও খাদ্য নিরাপত্তা, বিমান ও নৌ চলাচলসহ জনগণ, সরকার ও বিভিন্ন সংস্থার জন্য দৈনন্দিন আবহাওয়া পূর্বাভাস ও প্রযোজ্য ক্ষেত্রে সতর্কবাণী ও বুলেটিন প্রদান করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিশব আবহাওয়া সংস্থার (WMO) সদস্য হিসেবে আবহাওয়া বিজ্ঞান সংক্রামত্ম আমত্মর্জাতিক ও আঞ্চলিক সকল প্রচেষ্টার সংগে সরাসরি সম্পৃক্ত এবং এ সম্পৃক্ততার ফলে অত্যাধুনিক বৈজ্ঞানিক ও কারিগরী প্রয়োগবিদ্যার মাধ্যমে আবহাওয়া ও জলবায়ু সংক্রামত্ম বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ও সতর্ক সংকেত প্রদান করে আসছে।

• বর্তমানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অধীনে ঢাকা, কক্সবাজার, খেপুপাড়া, রংপুর ও মৌলভীবাজারে ৫টি রাডার ষ্টেশন রয়েছে। ৫টি রাডার ষ্টেশন হতে প্রাপ্ত Radar image সমূহ ঝড় সতর্কীকরণ কেন্দ্রে স্থাপিত কম্পিউটারে Composite ও বিশেস্নষণ করার সুবিধা রয়েছে যা

সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড়ের গতিপথ, অবস্থান, তীব্রতা, স্থলভাগ অতিμমের সময়ের পূর্বাভাস, বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, কালবৈশাখী, টর্ণেডো এবং আবহাওয়ার অন্যান্য পূর্বাভাস, বন্যা ও আকষ্মিক বন্যার পূর্বাভাস প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ টেলিভিশন, শাহ আমানত (রাঃ) আমত্মর্জাতিক বিমান বন্দর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র Wide Area Network (WAN) এর মাধ্যমে সংযুক্ত রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে অত্যাধুনিক গোলবাল টেলিকমিউনিকেশন পদ্ধতির (GTS) মাধ্যমে অধিদপ্তরীয় পর্যবেক্ষণাগারগুলো থেকে প্রতি ৩ ঘন্টা অমত্মর উপাত্ত সংগ্রহের মাধ্যমে মাত্র ১৫ মিনিটের মধ্যে বিশ্বের অন্যান্য দেশে আদান প্রদান করা হয়। পাশাপাশি অধিদপ্তরে ব্যাপক পর্যবেক্ষণ পরিচালনার জন্য সর্বশেষ প্রযুক্তি সমৃদ্ধ Klystron based Doppler Radar with composite windows facilities, Satellite Imageries, VSAT Telemetry ইত্যাদি রয়েছে। এছাড়া ভূমিকম্প পর্যবেÿণের জন্য ৪টি পর্যবেÿণাগারে Broadband Seismometer ও Accelerometer with Digital Data Networking system-এর ব্যবস্থা রয়েছে।• যুগোপযোগী আবহাওয়া পূর্বাভাস প্রদানের জন্য অত্যাধুনিক WRF (Weather Research and Forecasting) Model, NHM (Non-Hydrostatic Model), ECMWF Model product Visualized by Diana (Digital Analysis) and Tseries ব্যবহার করা হয়। জলবায়ু পরিবর্তন সম্পর্কে গবেষণা ও সমীক্ষা পরিচালনায় সর্বাধুনিক প্রযুক্তি সম্পনড়ব PRECIS মডেল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

• এছাড়া Regional Tsunami Service Providers (RTSP) যেমন Indian National Center for Ocean InformationService (INCOIS), Indonesian Tsunami Early Warning System এবং Australian Tsunami Warning System থেকে Tsunami Advisory GTS, Fax, SMS এবং E-mail এর মাধ্যমে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে (SWC) প্রেরণ করে। বাংলাদেশআবহাওয়া অধিদপ্তর প্রাপ্ত সুনামী এ্যাডভাইজরি বিশেস্নষণ পূর্বক প্রস্ত্ততকৃত সুনামী সতর্ক বার্তা প্রচার করে।

• বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাসের পূর্বাভাস প্রদানের ক্ষেত্রে বিশব আবহাওয়া সংস্থা কর্তৃক প্রদত্ত অত্যাধুনিক Storm Surge Model (IIT-D এবং MRI model) ও Wave Model ব্যবহার করা হচ্ছে। এছাড়া উপকূলীয় জলোচ্ছ্বাসের সময় এবং স্থাননির্দিষ্ট পূর্বাভাস প্রদানের জন্য বাংলদেশ আবহাওয়া অধিদপ্তরে বিশব আবহাওয়া সংস্থার (WMO) একটি সম্পূর্ণ নতুন প্রকল্প Coastal Inundation Forecasting Demonstration Project for Bangladesh (CIFDP-B) বাসত্মবায়নাধীন রয়েছে, যা পর্যায়μমেবিশ্বব্যাপী উপকূলসমূহে ব্যবহৃত হবে।

২. লক্ষ্যঃ

• জাতীয় আবহাওয়া সংস্থা হিসেবে স্থানীয় ও আমত্মর্জাতিক পর্যায়ে বিশ্বমানের সেবা প্রদান নিশ্চিত করা।

• সময়োপযোগী ও কার্যকর আবহাওয়া এবং ভূমিকম্প বিষয়ক সেবা প্রদান নিশ্চিত করার মাধ্যমে জননিরাপত্তা, সম্পদ ও পরিবেশ সুরক্ষায় অবদানরাখা। স্থল, নৌ ও আকাশপথে চলাচলে নিরাপত্তা বৃদ্ধিতে এবং আবহাওয়া বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়নে জনগণের অংশগ্রহণ উৎসাহিত করা।

৪. অঙ্গীকারঃ

• জনগণের সহজ সেবা প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে সদা সচেষ্ট থাকা;

• জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়া;

• স্বচছতার সাথে দায়িতব পালন করা;

• নিজেদের কার্যক্রমকে সর্বদা মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা;

• সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জনগণের প্রতি সর্বোচ্চ সেবা প্রদান করা;

• জনগণকে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গভেদ, প্রতিবন্ধি, বয়স, ইত্যাদি নির্বিশেষে সমমর্যাদা প্রদান করা।

৫. আবহাওয়া অধিদপ্তরের মৌলিক দায়িতব সমূহঃ

• দিন-রাত ভূ-পৃষ্ঠ এবং উধর্বাকাশে বায়ুম-লের বিভিনড়ব সত্মরের আবহাওয়া পর্যবেক্ষণ গ্রহণ ও উপাত্ত সংগ্রহ করা।

• আবহাওয়া উপাত্ত জাতীয় ও আমত্মর্জাতিকভাবে আদান-প্রদান করা।

• বাংলাদেশ ও আঞ্চলিক আবহাওয়া উপাত্তসমূহ বিশেস্নষণ করে ঘূর্ণিঝড়, জলোচছবাস, অতিবৃষ্টি, টর্ণেডো ও কালবৈশাখীর পূর্বাভাস ও সতর্কীকরণসহ

জনসাধারণ, বিমান চলাচল, জাহাজ চলাচল, আভ্যমত্মরীণ নৌ-চলাচল, কৃষিকাজ ইত্যাদির জন্য যাবতীয় দৈনন্দিন পূর্বাভাস ও সতর্কবাণী প্রদান করা।

• দেশের সকল আমত্মর্জাতিক ও আভ্যমত্মরীণ বিমান বন্দরে আমত্মর্জাতিক ও আভ্যমত্মরীণ রম্নটে বিমান চলাচল, বিমান অবতরণ ও উড্ডয়নের জন্য পূর্বাভাস ও সতর্কবাণী, বিমান বন্দরে অবস্থিত আবহাওয়া কেন্দ্রগুলো হতে প্রদান করা।

• আবহাওয়া উপাত্ত সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং আবহাওয়া ও জলবায়ুর উপর নিয়মিত সমীক্ষা ও গবেষণা পরিচালনাসহ চাহিদা মোতাবেক বিভিনড়ব সংস্থাকে প্রক্রিয়াজাত উপাত্ত এবং তথ্য সরবরাহ করা।

• পূর্বাভাস ও সতর্কবাণীসহ যাবতীয় তথ্যাবলী মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্র, বাংলাদেশ বেতার, অন্যান্য প্রচার মাধ্যম আমত্মর্জাতিক বিমান বন্দরসহ তালিকাভূক্ত সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান/সংস্থাকে প্রেরণ করা।

• ভূ-কম্পন পর্যবেক্ষণাগারসমূহ পরিচালনা, যন্ত্রপাতি সংরক্ষণসহ ভূমিকম্প সংμামও পর্যবেক্ষণ গ্রহণ এবং উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ এবং তাৎক্ষণিকভাবে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরসহ সংশিস্নষ্ট সকল সংস্থাকে প্রদান করা হয়।

• কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ গ্রহণ, উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণসহ আগাম সাপ্তাহিক কৃষি আবহাওয়া পূর্বাভাস ও নির্দেশনা (Advisory) প্রদান করা ।

• সূর্যোদয়, সূর্যাসত্ম, চন্দ্রোদয় ও চন্দ্রাসেত্মর সময়সূচী, প্রতি বছরে ইসলামী পর্বসমূহের তারিখ এবং প্রতি ইসলামী মাসের নতুন চাঁদের স্থানাংক বিবরণী ও রমজান মাসের সাহরী ও ইফতারীর সময়সূচী প্রস্ত্তত পূর্বক বিবিধ সরকারী/বেসরকারী সংস্থাকে সরবরাহ করা।

• জাতীয় ও আমত্মর্জাতিক পর্যায়ে আবহাওয়া বিজ্ঞানের চর্চা এবং এর প্রয়োগের ক্ষেত্রে বিশব আবহাওয়া সংস্থা ও আঞ্চলিক সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা।

• বাংলাদেশে আবহাওয়া বিজ্ঞানের সুষ্ঠু প্রয়োগের ক্ষেত্রে জাতীয় আবহাওয়া সার্ভিসের উনড়বয়নের লক্ষ্যে কার্যμম গ্রহণ করা।

৬. কার্যক্রমঃ

• বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অধীনস্থ অফিস/পর্যবেক্ষণাগারগুলোর মাধ্যমে জাতীয় ও আমত্মর্জাতিক দায়িতব ও কর্তব্যসমূহ প্রশিক্ষিত জনবল ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পালন করে আসছে।

• জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও দুর্যোগ মোকাবেলায় সার্বক্ষণিকভাবে সরকার ও জনগণকে সাহায্য করার জন্য ব্যবস্থাপনা উন্নয়ন, দক্ষ জনবলের সংযোজন ও যন্ত্রপাতিসমূহের ধারাবাহিক আধুনিকায়নের মাধ্যমে প্রশিক্ষণ ও অবকাঠামো ব্যবস্থাপনাকে শক্তিশালী ও কার্যকরী করার কার্যক্রম

চলমান রয়েছে। সারদেশে আবহাওয়াগত পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়নসহ পূর্বভাস পদ্ধতির সার্বিক উন্নয়নের জন্য উন্নয়ন প্রকল্প ও মানবসম্পদের

গুণগতমান উন্নয়নে কারিগরী সহায়তা চলমান রয়েছে।

 

আবহাওয়া কার্যালয়, সিলেট, ফোন : ০৮২১-৭১৬২২০

সেবা সমূহের নাম

প্রকাশের স্থানীয় সময়

প্রচারের উদ্দেশ্যে প্রেরিত হয়

সেবা গ্রহনের উপায়

• প্রবণতা পূর্বাভাস (TREND FORECAST)-

সহ বিমানবন্দর রুটিন  আবহাওয়া পর্যবেক্ষণ

(METAR ও MET REPORT)

প্রতি ঘন্টায়

 

বিমান বন্দর ব্যবস্থাপনা

শাখাসমুহ

 

সরাসরি, ফোন

 

• প্রবণতা পূর্বাভাস (TREND FORECAST)-

সহ বিমানবন্দর বিশেষ পর্যবেক্ষণ (SPECI ও

SPECIAL)

প্রয়োজন অনুযায়ী (যখন আবহাওয়া

খারাপ থাকে)

 

 

• বিমান বন্দর পূর্বাভাস (Aerodrome

Forecast-TAF)

 

ভোর: ৫ ঘটিকা, সকাল : ১১ ঘটিকা

বিকাল : ৫ ঘটিকা, রাত : ১১ ঘটিকা

 

• উড্ডয়ন ঝুঁকি পূর্বাভাস (Aviation Hazard

Forecast)

সকাল : ৭ ঘটিকা, দুপুর : ১ ঘটিকা

সন্ধ্যা : ৭ ঘটিকা, রাত : ১ ঘটিকা

 

 

• বিমান বন্দর সতর্কবার্তা (Aviation

Warning)

প্রয়োজন অনুযায়ী (আবহাওয়া

খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিলে)

 

vedio